Friday, May 3, 2024
রাজ্য​

লোকসভা ভোটে বাংলায় ১ নম্বর দল হয়ে উঠবে বিজেপি? কত আসন পাবে? কি বললেন প্রশান্ত কিশোর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। তার আগে বড়সড় দাবি করলেন ভোট-কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, প্রশান্ত কিশোরের মতে এবারের লোকসভা নির্বাচনে চমকপ্রদ ফল করতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি। তাঁর মতে লোকসভা ভোটে সিট পাওয়ার নিরিখে বাংলায় বিজেপি ১ নম্বর দল হয়ে উঠতে পারে।

প্রশান্ত কিশোর দাবি করেছেন, দক্ষিণ ও পূর্ব ভারতে- যেখানে বিজেপির তেমন কোনও শক্তি নেই। সেখানেও এবার আসন সংখ্যা বাড়াতে পারে বিজেপির। বাড়তে পারে বিজেপির ভোট।  

প্রশান্ত কিশোর জানান, বিজেপি বিরোধী দলগুলোর হাতে বহু সুযোগ থাকা সত্ত্বেও ভুল সিদ্ধান্তের কারণে পস্তাতে হবে তাদের।

তাঁর মতে, তেলঙ্গানায় বিজেপি প্রথম বা দ্বিতীয় স্থানে থাকতে পারে, যা অত্যন্ত চমকপ্রদ হতে পারে। উড়িষ্যার ক্ষেত্রেও সবচেয়ে বড় দল হতে পারে বিজেপি। এমনকি তামিলনাড়ুতেও বিজেপির ভোটপ্রাপ্তি ডবল ডিজিটে হতে পারে।

লোকসভা নির্বাচনে বাংলার ক্ষেত্রে প্রশান্ত কিশোর বলেন, ‘শুনে অবাক লাগলেও, পশ্চিমবঙ্গে ১ নম্বর দল হতে পারে বিজেপি।’ 

উল্লেখ্য, সন্দেশখালি কান্ড, একের পর এক নিয়োগ দুর্নীতি কান্ড পশ্চিমবঙ্গে বিজেপিকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ কথা এর আগে প্রশান্ত কিশোরের মুখেও বারবার উঠে এসেছে।