Tuesday, November 18, 2025
রাজ্য​

তৃণমূলের একটাই মুখ, সেটাও আবার দুর্মুখ: দিলীপ ঘোষ

কলকাতা: বড়দিনে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বরাবরই শুনতে হয় ভোটে জিতলে রাজ্য থেকে বিজেপির মুখ্যমন্ত্রী হবেন কে? সেই মন্তব্যের জবাব দিলেন দিলীপবাবু। মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, কোনওভাবেই তৃণমূল একুশে বাংলার দায়িত্ব পাবে না।

মেদিনীপুরের সাংসদ এদিন বলেন, বিজেপির ১০০ টা মুখ। তৃণমূলের তো একটাই মুখ, সেটাও আবার দুর্মুখ। সবাই বলছে পিসির পার্টি। কেউ আর বলে না দিদির দল। দিলীপ ঘোষ বলেন, বিধানসভা ভোটে জিতে বাংলায় সরকার গড়বে বিজেপিই।

দিলীপ ঘোষ সাফ জানান, বিজেপি কোনও একজনের ওপর বা কোনও পরিবারের ওপর নির্ভরশীল নয়। সাধারণ সমাজে সাধারণ মানুষকে নিয়ে লড়াই করে তাঁরা। আর সেখান থেকেই বিজেপির নেতা উঠে আসে।

দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল রবীন্দ্রনাথকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থে। সৌগত রায়কে ইঙ্গিত করে তিনি বলেন, লজ্জা করে না! টিএমসির বুড়ো নেতারা অন্যের বউকে নিয়ে ছবি তুলছেন, নির্লজ্জ! শেষ বয়সে এত পাপ করবেন না। আপনার ঘর সংসার রয়েছে, অন্যের বউ চুরি করবেন না। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে আপনার।

উল্লেখ্য, সম্প্রতি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ তৃণমূলে যোগ দিয়েছেন। সুজাতা বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। তাঁর কথায়, বিজেপিতে ৬ জন মুখ্যমন্ত্রী ও ১৩ জন উপ-মুখ্যমন্ত্রীর দাবিদার। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দু’দিনের রাজ্য সফরে বলে গিয়েছেন, বাংলার ভূমিপুত্রই হবে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।