Monday, November 17, 2025
Latestদেশ

বিহারে ৬ এবং ১১ নভেম্বর দুই দফায় বিধানসভা ভোট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ। দুই দফায় অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সোমবার নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ৬ নভেম্বর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ হবে রাজ্যের ২৪৩টি বিধানসভা আসনে। ১৪ নভেম্বর গণনা করা হবে ভোটের ফলাফল। এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই সূচি ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় ১২১টি আসনে ভোট হবে, আর দ্বিতীয় দফায় বাকি ১২২টি আসনে ভোটগ্রহণ করা হবে। কমিশন জানিয়েছে, বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর ২০২৫।

গত তিন মাস ধরে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া চলেছে। এই প্রক্রিয়ায় ৬৫ লক্ষ পুরোনো নাম বাদ দেওয়া হয়েছে এবং নতুন ২১ লক্ষ ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে। তবে এই সংশোধন নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে, এমনকি বিষয়টি সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত গড়িয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “বিহার নির্বাচন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই এই নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে ৮.৫ লক্ষ কর্মী ও আধিকারিক নিয়োজিত করা হচ্ছে।”

বিহারের রাজনৈতিক দলগুলির অনুরোধেই দীপাবলী ও ছটপুজোর পর ভোটের তারিখ নির্ধারণ করেছে কমিশন। কারণ, ছটপুজোর সময় অনেক বিহারবাসী বাইরে থাকেন। উৎসব শেষে তাঁরা ঘরে ফিরলে ভোটদানের হার বাড়বে, এমনটাই আশা করা হচ্ছে। কমিশনের মতে, ১৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দীপাবলী ও ছটপুজোর সময়সীমা শেষ হবে, সেই বিষয় মাথায় রেখেই নভেম্বরে ভোট ফেলা হয়েছে।

এই নির্বাচনে মূল লড়াই হতে চলেছে বিজেপি–জেডিইউ জোট বনাম আরজেডি–কংগ্রেস নেতৃত্বাধীন মহাগঠবন্ধন–এর মধ্যে। দুই শিবিরই বিহারের গ্রামীণ ভোটব্যাঙ্ক ও যুব ভোটারদের দিকে বিশেষ নজর দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, রাজ্যে এই নির্বাচন শুধু বিহারের রাজনীতি নয়, ২০২৬ সালের লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।