Thursday, March 28, 2024
দেশ

বিহারে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি, মৃত ১, নালন্দায় ১৪৪ ধারা জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজ্যে অশান্তির খবর পাওয়া গিয়েছে। এবার বিহারে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, বোমা বিস্ফোরণে নালন্দার বিহারশরিফ এলাকায় শনিবার ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিহারের পরিস্থিতি এখনও থমথমে। বিহারের নালন্দা জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিস্তীর্ণ এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা।


রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শুক্রবার সন্ধায় বিহারের সসারাম এবং নালন্দার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক জায়গায় সংঘর্ষে জড়িয়ে পড়ে মানুষ। ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ।

এখনও পর্যন্ত পুলিশ ৮০ জনকে গ্রেফতার করেছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারের রাজ্যপালকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিয়েছেন তিনি। অশান্তির জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিহারের একটি কর্মসূচি বাতিলও করতে হয়েছে।