Thursday, April 18, 2024
দেশ

বিহারে আধাসামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে বিহারের সাসারাম এবং বিহার শরীফ শহরে অশান্তির খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতির খবর নিতে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথের সঙ্গে কথা বলেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরিস্থিতি সামাল দিতে রাজ্য প্রশাসনকে সহায়তা করার জন্য বিহারে অতিরিক্ত আধাসামরিক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বিহার সরকারের অনুরোধে অতিরিক্ত বাহিনী পাঠানো হবে।

সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী বিহারের রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

রাজ্যপাল অমিত শাহকে রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। রাম নবমীর শোভাযাত্রার সময় সাসারাম এবং বিহার শরীফ শহরে অশান্তি ছড়িয়ে পড়ে।

সাসারাম ও বিহার শরীফে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় শনিবার পর্যন্ত পুলিশ ৪৫ জনকে গ্রেফতার করেছে।

অশান্তির জেরে যানবাহন, বাড়িঘর এবং দোকানে আগুন দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

তথ্যসূত্র: The Hindu