Saturday, July 27, 2024
দেশ

বিহারে উপনির্বাচনে ২টি আসনের ২ টিতেই জিতলো নীতীশ কুমারের দল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার শুধুমাত্র পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রে উপনির্বাচন নয়, দেশের আরও বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গণনা ছিল। পশ্চিমবঙ্গের ৪টি কেন্দ্রের ৪টিতেই জয়লাভ করেছে তৃণমূল। অসমে ৫টি আসনের ৩টিতে জিতেছে বিজেপি। বাকি দুটি আসনে জিতেছে বিজেপি জোট সঙ্গী।

বিহারে উপনির্বাচনে (Bihar bypolls) দুটি আসনেই জয়লাভমুখ্যমন্ত্রী নীতীশ কুমারের রাষ্ট্রীয় জনতা দল। কুশেশ্বরে জেডিইউর (JDU) প্রার্থী ১২ হাজার ৬৯৫ ভোটে নিকটতম প্রতিদ্বন্দী আরজেডি প্রার্থীকে পরাজিত করেছেন। জেডিইউ পেয়েছে ৪৫.৭২ শতাংশ ভোট। আরজেডি পেয়েছে ৩৬.০২ শতাংশ ভোট । কংগ্রেস পেয়েছে মাত্র ৪.২৮ শতাংশ ভোট।

তারাপুর আসনে জেডিইউর প্রার্থী রাজীব কুমার সিং ৩ হাজার ৮৫২ ভোটে জয়ী হয়েছে। জেডিইউ পেয়েছে ৪৬.৬২ শতাংশ ভোট। আরজেডি পেয়েছে ৪৪.৩৫ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছে ৩.০৬ শতাংশ ভোট।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ৪টি কেন্দ্র খড়দহ, শান্তিপুর, দিনহাটা এবং গোসাবায় বিরাট ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। শান্তিপুরে তৃণমূল প্রার্থী ব্রজকিশর গোস্বামী ৬৩ হাজার ৮৯২ ভোটের ব্যবধানে জিতেছেন। খড়দহে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছেন ৯৩ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে। গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল জিতেছেন ১ লাখ ৪৩ হাজার ৫১ ভোটের ব্যবধানে।