Tuesday, November 18, 2025
দেশ

নরেন্দ্র মোদীর আমন্ত্রণ গ্রহণ করে শীঘ্রই ভারত সফরে আসছেন বরিস জনসন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গ্লাসগোয় COP26 জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের (Boris Johnson) সঙ্গেও দেখা করেন নরেন্দ্র মোদী। বরিস জনসনকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদী। জানা গিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়েছেন।

মঙ্গলবার বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে শীঘ্রই ভারতে আসতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই বরিস জনসন ভারতে আসবেন বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এবছরের শুরুতেই ভারতে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের। এবছর সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তিনি। কিন্তু ব্রিটেনে সেই সময় করোনা পরিস্থিতি খারাপ অবস্থায় চলে যায়। তার জন্য ভারতে আসতে পারেননি তিনি। এরপরে এপ্রিলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে আসবেন বলে ঠিক হয়। কিন্তু সেই সময় ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে। প্রথমে ব্রিটিশ প্রধানমন্ত্রী সফরসূচিতে কাটছাঁট করা হলেও শেষ পর্যন্ত ভারত সফর বাতিল বলে ঘোষণা করে ব্রিটিশ প্রশাসন।

উল্লেখ্য, সম্প্রতি করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের মান্যতা নিয়ে ভারত ও ব্রিটেনের মধ্যে টানাপোড়ন চরমে ওঠে। ব্রিটেনের তরফে জানানো হয়েছিল, কোভিশিল্ড টিকা নেওয়া ব্যক্তিরা ভারত থেকে সেদেশে গেলে তাঁদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নিয়ম না মানলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাল্টা ভারত কড়া পদক্ষেপ নেয়। যদিও পরে ভারতের চাপে পিছু হঠে ব্রিটিশ প্রশাসন।

সেইসব বিতর্ক কে পিছনে ফেলে গ্লাসগোয় মোদী-বরিস জনসনকে হাসিমুখেই দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে মোদীকে মঞ্চে ডেকে সবাইকে চমক দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিষয়টিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।