Sunday, October 6, 2024
দেশ

‘রোজ রোজ মার খাওয়ার চেয়ে বরং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা ভালো’

নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ রাগে ফুঁসছে। অধিকাংশই প্রতিশোধের কথা বলছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন যোগগুরু বাবা রামদেব। তাঁর কথায়, সময় হয়ে গেছে। এবার সরকারের দেখানো উচিৎ, ভারত দুর্বল নয়। তিনি আরও বলেন, রোজ রোজ মার খাওয়ার চেয়ে বরং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা ভালো।

রামদেব আরও বলেন, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বালুচিস্থানে যারা আন্দোলন করছে তাদের ভারতের সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিৎ। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সাহায্য করা উচিৎ। প্রয়োজনে অস্ত্র তুলে দেওয়ার কথাও বলেন যোগগুরু।

রামদেব বলেন, এখন চুপচাপ বসে থাকার কোনও সময় না। বরং ব্যবস্থা নিতে হবে অতি শীঘ্রই। সারা দুনিয়া আমাদের দিকে তাকিয়ে আছে। শত্রুরা আমাদের ধ্বংস করতে নেমে গেছে। আর আমরা নীরব দর্শক হয়ে থাকব?

তিনি দাবি করেন, পাকিস্তান ও সন্ত্রাসবাদীদের মুখের মতো জবাব দিতে হবে। সবার আগে আমাদের পাকিস্তানকে তিন টুকরো করে দিতে হবে। পাশাপাশি, পাক অধিকৃত কাশ্মীরও ভারতের অন্তর্ভূক্ত করার দাবি তোলেন রামদেব।