Saturday, July 27, 2024
রাজ্য​

পুলিশ বাধা দিলেও ‘বিজয় সংকল্প যাত্রা’ কর্মসূচি চালিয়ে যাবে বিজেপি: দিলীপ ঘোষ

কলকাতা: বিজেপির বাইক র‍্যালি তথা বিজয় সংকল্প যাত্রা ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর। এদিন সকালে বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় বাইক র‍্যালি বের করেন। অনুমতি না থাকার অভিযোগে সব জায়গাতেই বাইক র‍্যালিতে বাধা দেয় পুলিশ। তা নিয়েই সংঘাত দেখা দেয়।

বিভিন্ন জায়গায় বাইক সহ বিজেপি কর্মীদের আটক করে পুলিশ। দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে সংঘর্ষ হয়। উত্তরবঙ্গের বালুরঘাটেও উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি। তবে পশ্চিমবঙ্গ নয় গোটা দেশেই লোকসভা নির্বাচনের আগে এই বিজয় সংকল্প যাত্রা করছে বিজেপি।

প্রাথমিক ভাবে বাধা পেলেও বিজেপি যে এই কর্মসূচি থেকে সরে আসছে না তা স্পষ্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুর্গাপুরে সংবাদ সংস্থা পিটিআইকে দিলীপবাবু জানিয়েছেন, পুলিশ বাঁধা দিলেও বিজয় সংকল্প যাত্রা হবে।

এদিকে, পুলিশ সূত্রে খবর, রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। সেই জন্য বাইক র‍্যালির অনুমতি দেওয়া হয়নি।