Saturday, July 27, 2024
দেশ

বালাকোটে এয়ার স্ট্রাইকে ২৫০-র বেশি জঙ্গি খতম হয়েছে: অমিত শাহ

আহমেদাবাদ: গত মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে পাক অধিকৃত বালাকোটে বায়ুসেনার হানায় ঠিক কতজন মারা গিয়েছে? এখনও পর্যন্ত সরকারিভাবে মৃতের সংখ্যা বিষয়ে কিছু জানানো হয়নি। তবে রবিবার গুজরাটে এক জনসভায় বিজেপি সভাপতি অমিত শাহ জানালেন, এয়ার স্ট্রাইকে মৃতের সংখ্যা ২৫০-এর বেশি।

২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাক অধিকৃত বালাকোটে জঙ্গিদের একাধিক ট্রেনিং ক্যাম্পে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। সেই অভিযানে জইশের প্রথম সারির একাধিক জঙ্গি নেতাসহ প্রায় ৩০০-৩৫০ জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর। যদিও এবিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কিছুই জানানো হয়নি।

এয়ার স্ট্রাইক নিয়ে কেন্দ্রীয় সরকারের থেকে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, কতজন জঙ্গি মারা গিয়েছে? বোমা কোথায় পড়েছে? সেটি কি নির্দিষ্ট টার্গেটেই পড়েছিল? আমাদের তা জানার অধিকার রয়েছে।

এর আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব সরকারের কাছে দাবি করেছেন, বিমান হানা নিয়ে বিস্তারিত তথ্য পেশ করার জন্য। এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, বিরোধীরা যা বিবৃতি দিয়েছেন, সেজন্য তাঁদের অনুতপ্ত হওয়া উচিত। তাদের মন্তব্য শুনে পাকিস্তান হাসছে।