Friday, May 17, 2024
রাজ্য​

বিজেপির ৭৭ জন বিধায়ককেই কেন্দ্রীয় নিরাপত্তা

কলকাতা: বাংলায় বিজেপির সরকার গঠন করার স্বপ্ন পূরণ হলো না কিন্তু ৩ থেকে এক লাফে ৭৭ টি আসন পেয়েছে বিজেপি রাজ্যের এই ৭৭ জন বিধায়কের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি কেন্দ্রীয় সরকার এই ৭৭ জন বিধায়কের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করবে তবে কোনও বিধায়ক যদি মনে করেন তার এই নিরাপত্তার প্রয়োজন নেই, তাহলে তিনি কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাখ্যান করতে পারেন। 

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই অনেক জায়গায় বিজেপি নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে অভিযোগ, রাজ্যের শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। এর পরেই বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

বিজেপি সূত্রের খবর, শুধু বিশেষ মন্ত্রী নয় একাধিক পরাজিত প্রার্থীদের জন্য কেন্দ্রীয় সুরক্ষা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। ইতিমধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে গিয়েছেন একাধিক বিজেপি বিধায়ক

শুভেন্দু অধিকারী কেন্দ্রের তরফে Z নিরাপত্তা পান মুকুল রায়কে দেওয়া হয়েছে ওয়াই প্লাস শ্রেণি তবে কোন বিধায়ক যদি নিরাপত্তা নিতে না চান তাহলে তিনি নিরাপত্তা প্রত্যাখ্যান করতে পারেন। তবে ৭৭ জন বিধায়কের মধ্যে কেউই নিরাপত্তা প্রত্যাখ্যান করেননি। সকলেরই নিরাপত্তা গ্রহণ করবেন বলে জানিয়েছেন