Thursday, September 19, 2024
দেশ

আগামী ১৫ বছরে ভারত হবে শীর্ষ ৩ অর্থনীতির একটি: মোদী

সিউল: সিউল শান্তি পুরষ্কার নিতে দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক বক্তৃতা সভায় মোদী জানিয়েছেন, ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতি হয়ে ওঠার পথে হাঁটছে ভারত ও আগামী ১৫ বছরের মধ্যেই বিশ্বের শীর্ষ ৩ অর্থনীতির মধ্যে একটি হবে ভারত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বিশ্বব্যাঙ্কের বাণিজ্য বান্ধব রাষ্ট্রের তালিকায় ৭৭তম স্থানে রয়েছে ভারত ও পরের বছরের মধ্যেই শীর্ষ ৫০ এর মধ্যে চলে আসবে ভারত।

উল্লেখ্য, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায় ইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। দুই রাষ্ট্রনেতা কোরিয়া অঞ্চলে পারমাণবিক নিরস্ত্রীকরণ সহ বেশ কয়েকটি বিকাশমূলক প্রকল্প নিয়ে আলোচনা করবেন বলে খবর।