Friday, October 11, 2024
রাজ্য​

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা। বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি যুবক। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে। বাংলাদেশি ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার রাতে কালিয়াচকের নওদা এলাকায় বিএসএফয়ের ৭০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক কাঁটা তার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করেন। তাদের সতর্ক করা হয়। তবুও তারা থামেননি। এর পরেই গুলি চালায় বিএসএফ জওয়ানরা। এক যুবকের বুকে গুলি লাগে। বাকিরা পালিয়ে যান। 

বিএসএফের সূত্রে খবর, মৃত ওই যুবক বাংলাদেশের নাগরিক। তবে মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।