নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত
মেলবোর্ন: মহিলা টি-২০ বিশ্বকাপের তৃতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল ভারতের মেয়েরা। রুদ্ধশ্বাস লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এদিন জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে ১৩৩ রানের টার্গেট রাখে ভারত। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রানে ম্যাচ শেষ হয় নিউজিল্যান্ডের।
গত বছর পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল কোহলি অ্যান্ড কোং। সেই সঙ্গে বিশ্বকাপের শেষ হয়েছিল ভারতের যাত্রা। কিন্তু বৃহস্পতিবার মেলবোর্নে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল হরমনপ্রীতরা। প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিল ভারতের মেয়েরা।
Here’s how Group A looks after today’s games.
Who do you think will join India in the semi-finals? #T20WorldCup pic.twitter.com/gdpL0EalmS
— T20 World Cup (@T20WorldCup) February 27, 2020
প্রথম ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, তারপর বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারের জায়গা নিশ্চিত করল ভারত। এদিন ভারতীয় ওপেনার বছর ষোলোর কিশোরী শেফালি ৩৪ বলে ৩টি ছক্কা ও ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রানের ইনিংস খেলেন।
এদিন ভারতের ইনিংসের শুরুটা ভালো হয়নি। শেফালি ছাড়া কেউই তেমন রান পাননি। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার তানিয়া ভাটিয়া(২৩)। ১১ রান করেন স্মৃতি মন্ধনা। ৯৫ রানে পাঁচ উইকেট হারায় ভারত। সেখান থেকে ভারতকে ১৩৩ রানের পৌঁছতে বড় ভূমিকা নেন শেফালি ও রাধা যাদব। ১৪ রান করেন রাধা। ক্যাপ্টেন হরমনপ্রীত মাত্র ১ রান করে আউট হন।