Saturday, October 12, 2024
আন্তর্জাতিক

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষু বেশধারী ৭ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশে বৌদ্ধ ভিক্ষু বেশধারী ৭ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সোংখলা অভিবাসন কর্মকর্তা এবং ট্যুরিস্ট পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

থাইল্যান্ডের মানুষের সাথে মিশে যেতে এবং কর্তৃপক্ষের নজর এড়াতে তারা মাথা কামিয়ে এবং বৌদ্ধ ভিক্ষুদের পোশাক পরিধান করেন। আটক হওয়া ৭ জনই পুরুষ। তাদের উদ্দেশ্য ছিলো থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় প্রবেশ করা। তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে মায়ানমার এবং তারপরে থাইল্যান্ডে অনুপ্রবেশ করে।

স্থানীয় প্রসাশন জানিয়েছে, গ্রেফতার ৭ ব্যক্তির বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে। তারা যে বৌদ্ধভিক্ষু, এমন কোনও প্রমাণ তাদের কাছে ছিল না। তাদের কাছে সাধারণ পোশাকও পাওয়া গেছে। ধৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আইনি প্রক্রিয়া চালাচ্ছে থাইল্যান্ড প্রশাসন।