বাংলাদেশের রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটে ভেঙে গুঁড়িয়ে দিল মৌলবাদীরা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে অরাজকতা অব্যাহত। এবার কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। রাজশাহীর মিয়াপাড়ায় অবস্থিত এই বাড়িতেই কেটেছে ঋত্বিক ঘটকের শৈশব, কৈশোর ও তারুণ্যের দিনগুলো। স্মৃতিবিজড়িত সেই বাড়িটিই এবার ভেঙে ফেললো মৌলবাদীরা।
উল্লেখ্য, এই বাড়িতে থাকাকালীনই ঋত্বিক ঘটক রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে পড়াশোনা করেছেন। পরবর্তীতে ঋত্বিক ঘটকের পরিবার কলকাতা চলে আসেন।