‘বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতবাসী’, স্বাধীনতা দিবসের ভাষণে জানালেন মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে অরাজকতা তৈরি হয়। বাংলাদেশের প্রায় সমস্ত জেলায় হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে। ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এল বাংলাদেশের হিন্দুদের প্রসঙ্গ।
মোদী বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের ঘটনায় আমরা চিন্তিত। আমি আশা করছি বাংলাদেশের পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে উঠবে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতবাসী।’
মোদী বলেন, ‘ভারত সবসময় প্রতিবেশী দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে। শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ আমরা। আগামিদিনে বাংলাদেশের বিকাশযাত্রার প্রতি আমাদের সর্বদা শুভকামনা থাকবে। কারণ আমরা মানবজাতির কল্যাণের বিষয়ে চিন্তিত।’