‘কলকাতা এবং রাজ্য পুলিশ দেশের মধ্যে সেরা’, আরজি কর কান্ডের মধ্যেই দাবি মমতার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর কান্ডের মধ্যেই এবার কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কলকাতা এবং বাংলার পুলিশ দেশের মধ্যে সেরা। এই পুলিশই বাংলাদেশের সাংসদের খুনের ঘটনা মুহূর্তের মধ্যে কিনারা করেছে। আরজি কর হাসপাতালের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে মূল অপরাধীকে গ্রেফতার করেছে। রবিবার পর্যন্ত আমি সময় দিয়েছিলাম পুলিশকে। কারণ তদন্তে ন্যূনতম সময় লাগে। সেটা দেওয়া গেল না। তার আগেই হাইকোর্টে গেলেন। সব ভালো যার শেষ ভালো। কারণ, পুলিশ না পারলে আমাকেই সিবিআইকে তদন্তভার দিতে হতো।’