Tuesday, November 18, 2025
আন্তর্জাতিক

‘বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনা ভারতের কোনও ইস্যু নয়’, দিল্লিকে কড়া জবাব ইউনূস সরকারের 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করায় কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়ে বলেন, “যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, তার জেরে ভারতের মনোভাবে প্রভাব পড়ছে।” পাশাপাশি, তিনি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন।

তবে ভারতের এই উদ্বেগের জবাবে বাংলাদেশ সরকার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। ২৪ ফেব্রুয়ারি, বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্টভাবে বলেন, “বাংলাদেশি হিন্দুদের ওপর হামলার বিষয়টি ভারতের জন্য কোনও ইস্যু হতে পারে না।” তিনি আরও যোগ করেন, “ভারতে সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ হচ্ছে, সেটা দিল্লির অভ্যন্তরীণ ইস্যু। আমাদেরও নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।”

ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন চ্যালেঞ্জ

এস জয়শংকর স্পষ্ট করে দিয়েছিলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি সে দেশের বিষয় হলেও, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত এই পরিস্থিতিকে অগ্রাহ্য করতে পারে না। তার মতে, “দিনের শেষে প্রতিবেশী হিসেবে বাংলাদেশ আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চায়, সেটা তাদের মনস্থির করতে হবে।” এই মন্তব্যের পরই বাংলাদেশ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে।

তৌহিদ হোসেন ভারতীয় মিডিয়ার ভূমিকাকেও কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, “বাংলাদেশি সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় মিডিয়া অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। আমাদের একে অপরের বিষয়ে নাক গলানো উচিত নয়।”

দুই দেশের সম্পর্ক কোন পথে?

বাংলাদেশ-ভারত সম্পর্ক দীর্ঘদিন ধরেই কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং সংখ্যালঘুদের উপর হামলার খবর এই সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ভারতের পক্ষ থেকে কূটনৈতিকভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে তোলা হলেও বাংলাদেশ সরকার বিষয়টিকে অভ্যন্তরীণ ইস্যু বলে ব্যাখ্যা করছে।