Friday, March 21, 2025
কলকাতা

২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে: মমতা 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর গোছাতে তৎপর তৃণমূল কংগ্রেস। দলের সাংগঠনিক শক্তি মজবুত করতে এবং বিজেপিকে টার্গেট করে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, “২০২৭ থেকে ২০২৯-এর মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে। বিজেপির আয়ু আর ২-৩ বছর।”

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

এই সমাবেশে মমতা অভিযোগ করেন, বাংলায় ভোটার তালিকায় কারচুপি করছে বিজেপি। তাঁর দাবি, “পঞ্জাব-হরিয়ানার বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হয়েছে, আর নির্বাচন কমিশনের আশীর্বাদেই এসব করা হচ্ছে।”

এই সমস্যা সমাধানে তিনি প্রতিটি জেলায় ‘কোর কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন। এই কমিটি ভোটার তালিকা নিয়ে কাজ করবে এবং তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে। তৃণমূলনেত্রী স্পষ্ট বার্তা দেন, “বাংলার ভোট বাংলার মানুষই দেবেন, বাইরের কেউ এসে তালিকা বদলাবে না।”

বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার 

বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করার অভিযোগ এনে মমতা বলেন, “ভোট এলেই ওরা ঠিক করে, কাকে জেলে ঢোকাতে হবে, কার নামে চার্জশিট দিতে হবে, কাকে চোর বলতে হবে।” তাঁর মতে, এসব করে বাংলার রাজনীতিতে বিজেপি সুবিধা আদায়ের চেষ্টা করছে, কিন্তু তৃণমূল তার মোকাবিলা করতে প্রস্তুত।

২০২৬-এর আগে শক্তি বাড়ানোর বার্তা মমতার 

২০২৬ সালের বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল ইতিমধ্যেই দলীয় স্তরে প্রস্তুতি শুরু করেছে। বিভিন্ন জেলায় দলের সংগঠন মজবুত করার পাশাপাশি বিজেপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলার পরিকল্পনাও করছে তৃণমূল।