Friday, April 26, 2024
দেশ

‘ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যা দেশের উন্নতির পথে অন্তরায়’

নয়াদিল্লি: মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মুসলিমদের ক্রমবর্ধমান জনসংখ্যাই দেশের উন্নতির পথে বাধা বলে স্পষ্ট জানালেন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “দেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে, বিশেষত মুসলিম জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা দেশের সামাজিক কাঠামো ও নকশাই ভেঙে দিচ্ছে। উন্নতিও বাধা পাচ্ছে।”

খোলাখুলিভাবেই হিন্দুত্বের পক্ষে সওয়াল করেছেন গিরিরাজ। কেরল থেকে বিহার, বিভিন্ন জায়গার নমুনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর বক্তব্য, যেখানে যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে, সেখানে সেখানে এই সামাজিক ভারসাম্য চলে গিয়েছে। উলটে বেড়েছে মুসলিম জনসংখ্যা। তাতে হিতে বিপরীত হয়েছে।

এর আগেও মুসলিমদের বিরুদ্ধে মন্তব্য করেন গিরিরাজ। তিনি বলেছিলেন, দেশে মুসলিম জনসংখ্যা এতটাই বেড়েছে যে আর তাদের সংখ্যালঘু তকমা দেওয়া যায় না। বরং সংখ্যালঘু শব্দটি নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে। এদিনও ঘুরিয়ে ফিরিয়ে সেকথাই বললেন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মত, উন্নয়ন ও জনসংখ্যার সম্পর্কভিত্তিক নিয়ে কোন সঠিক সূচক নেই। ফলে এ নিয়ে আরও আলোচনা হওয়া উচিত। এবং আইন আনা উচিত।