Friday, April 19, 2024
দেশ

পাকিস্তানের জেলে বন্দি ৪৫৭ ভারতীয়

ইসলামাবাদ: পাকিস্তানের বিভিন্ন জেলে মোট ৪৫৭ জন ভারতীয় বন্দি রয়েছেন। এর মধ্যে মধ্যে ৩৯৯ জন মৎস্যজীবী। সোমবার পাক বিদেশ মন্ত্রকের তরফে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের কাছে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে আগামী সোমবার ১৪৬ জন মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হবে। যাঁরা প্রত্যেকেই তাঁদের শাস্তির মেয়াদ পূর্ণ করেছেন।

পাকিস্তানের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২০০৮ সালের ২১ মে জেলবন্দিদের সঙ্গে দূতাবাস আধিকারিকদের দেখা করতে দেওয়ার বিষয়ে দু’দেশ যে চুক্তি করেছিল, তার ভিত্তিতেই জেলে বন্দি ভারতীয়দের তালিকা তুলে দেওয়া হয়েছে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের হাতে।’

আরব সাগরে স্পষ্ট সীমা রেখা নেই। পাশাপাশি, আধুনিক প্রযুক্তিযুক্ত নৌকা ব্যবহার করতে অধিকাংশ সময়েই দেখা যায় না দু’দেশের মৎস্যজীবীদের। আর সে জন্যই ভারত ও পাকিস্তানের মৎস্যজীবীরা প্রায়শই অন্য দেশের সীমানায় ঢুকে পড়েন এবং গ্রেফতার হন। এ ছাড়াও রয়েছেন অন্যান্য অভিযোগে অভিযুক্ত বন্দিরা।