Tuesday, April 23, 2024
দেশ

বাদুড়িয়া হিংসার নেপথ্যে মূল কারণ দুই কিশোরের অভ্যন্তরীণ বিবাদ

কলকাতা: গত ২ জুলাই একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র অগ্নিগর্ভ রূপ নেয় উত্তর ২৪ পরগণার বাদুড়িয়া সহ বসিরহাটের বেশকিছু এলাকা। বিচ্ছিন্ন করা হয় ইন্টারনেট সংযোগ। প্রায় ১৫দিন অশান্ত থাকে এলাকা। রণক্ষেত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় সেনা সদস্য। তবে ওই হিংসার নেপথ্যে মূল কারন ছিলো দুই কিশোরের অভ্যন্তরীণ বিবাদ৷ এমনটাই দাবি করছে সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্র হিন্দুস্তান টাইমস।

সিআইডি তদন্তে জানতে পারে, অভিযু্ক্ত সৌভিক সরকারের অ্যাকাউন্ট হ্যাক করে তাকে ফাঁসানো হয়েছে৷ কিছুদিন আগেই ধরা পড়ে মূল অভিযুক্ত৷ এই ঘটনায় কিছুদিনের মধ্যে সিআইডি তদন্তে নয়া মোড়৷ হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ১৭ বছরের অভিযু্ক্ত ওই কিশোরের বন্ধু প্রান্তিক তাঁর ফেসবুকের পাসওয়ার্ডটি জানতো৷ পরে সেটিকে কাজে লাগিয়ে ওই কিশোরের ফেসবুক প্রোফাইল থেকে আপত্তিকর ছবিটি পোস্ট করে৷ এরপরে ওই ছবিকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। রণক্ষেত্রের আকার নেয় বসিরহাটের বাদুড়িয়া, রুদ্রপুর সহ আশপাশের এলাকা।