Friday, March 29, 2024
দেশ

উত্তরপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত উৎকল এক্সপ্রেসের ১৪টি কামরা, মৃত ২৩

মুজাফ্ফরনগর ১৯ আগস্ট: আজ বিকাল ৫টা ৪৬ মিনিট নাগাদ উত্তরপ্রদেশের মুজফফরনগরের খতৌলী রেল স্টেশনের কাছে পুরী-হরিদ্বার গামী কলিঙ্গ এক্সপ্রেসের ১৪টি কামরা লাইনচ্যূত হয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৩ জন এবং আহতের সংখ্যা কমপক্ষে ৭৮ জন৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও জেলা প্রশাসনের আধিকারিকরা। স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারকার্য শুরু করে পুলিশ।

রেলমন্ত্রী সুরেশ প্রভু টুইট করে জানিয়েছেন, তিনি নিজে এই দুর্ঘটনার তদারকি করছেন। রেলের সিনিয়র অফিসারদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। উদ্ধারকারী দল, মেডিক্যাল টিমও পাঠানো হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যাত্রীদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মৃতদের সাড়ে তিন লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।