Saturday, April 20, 2024
দেশ

আগামী ৫০ বছর ক্ষমতায় থাকবে BJP, বললেন অমিত শাহ

ভোপাল: ৫ কিংবা ১০ বছর নয়, অন্তত আগামী ৫০ বছর ক্ষমতায় থাকবে BJP। এমনই ঘোষণা করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই সাথে দেশজুড়ে দলীয় সংগঠন আরও শক্তিশালী করার ডাক দিয়েছেন তিনি।

তিনদিনের সফরে গতকাল মধ্যপ্রদেশ গিয়েছিলেন অমিত শাহ। সেখানে এক বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, বর্তমানে কেন্দ্রে বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠ, তাঁদের ৩৩০ জন সাংসদ ও বিভিন্ন রাজ্যে মিলিয়ে ১,৩৮৭ জন বিধায়ক রয়েছেন। তবে তিনি দলীয় সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা ৫ কিংবা ১০ বছর ক্ষমতায় থাকার জন্য আসেনি। অন্তত আগামী ৫০ বছর ক্ষমতায় থাকার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাবো।

বিজেপি সভাপতি বলেন, কর্মীদের কঠোর পরিশ্রম ও আত্মবলিদানের জন্যেই বিজেপি দল আজ উচ্চতার শিখরে। বর্তমানে বিজেপির ১০ থেকে ১২ কোটি সদস্য। তিনি ঘোষণা করেন, সংগঠনকে এমন ভাবে শক্তিশালী করতে হবে যেন, দেশের এমন কোনও জায়গা বাকি থাকবে না যেখানে তাঁদের দলের পতাকা উড়বে না।