Thursday, January 16, 2025
আন্তর্জাতিক

সিরিয়ায় জোড়া বোমা বিস্ফোরণে নিহত ২৪

দামাস্কাস: সিরিয়াতে ফের জোড়া বোমা বিস্ফোরণ শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৫১ জন।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সোমবার ইদলিবের মূল শহরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।  এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

জানা গেছে, প্রথম বিস্ফোরণটি একটি গাড়িতে হয়। এরপর ওই বিস্ফোরণে কাছে একটি এ্যাম্বুলেন্স নিয়ে আসা হলে একটি মটর সাইকেলে করে আবার বিস্ফোরণ ঘটানো হয়। এতে শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অ্যালায়েন্স কমান্ডাররা জানিয়েছে, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী ও আইএস সংশ্লিষ্টদের ওপর এই হামলা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়িতে আগে থেকে বোমা লাগানো ছিলো। হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক মানুষ। বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে তারা সেখানে পৌঁছেছিলেন।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি, পাকিস্তানের আর্মি কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। সৌদি যুবরাজের পাকিস্তান সফরের আগেই এই ভয়াবহ জঙ্গি হামলা। বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী নেতা রাজি সাংগার টুইট করে এই হামলার দায় স্বীকার করেছে।