Thursday, September 19, 2024
খেলা

‘বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বিরাটদের না-খেলার নির্দেশ দিক কেন্দ্র’

মুম্বাই: আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ থেকে বিরাট বাহিনী যাতে সরে দাঁড়ায়, সেই মর্মে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (BCCI) নির্দেশ দিক কেন্দ্রীয় সরকার দাবি জানাল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (সিসিআই)। সিসিআইয়ের সচিব সুরেশ বাফনা বলেন, পাকিস্তান তাদের আচরণ না বদলালে, পাক ক্রিকেট দলের বিরুদ্ধে বিরাট বাহিনীর না খেলাই উচিত।

তিনি আরও বলেন, প্রাক্তন পাক অধিনায়ক তথা সে দেশের প্রধানমন্ত্রীর উচিত কোনও কিছু গোপন না-করে, সত্যটাকে সামনে আনা। ইমরান খানের বর্তমান ভূমিকার সমালোচনাও করেন তিনি। সিসিআই সচিবের ম্যাচ বয়কট করার দাবির পর তার সঙ্গে গলা মেলালেন সাবেক ক্রিকেটার হরভজন সিংও।

হরভজন বলেন, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে একদমই খেলা উচিত নয় ভারতের। ভারতীয় দলের যা শক্তি, তাতে পাকিস্তানের সঙ্গে একটা ম্যাচ না-খেলেও আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি। হরভজন আরও বলেন, সরকার নিশ্চয়ই কোনও কড়া ব্যবস্থা নেবে। ক্রিকেটের ক্ষেত্রে বলতে পারি, পাকিস্তানের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখারই আর প্রয়োজন নেই। তিনি আরও বলেন, সবার আগে দেশ। আমাদের সৈন্যরা বারবার মারা যাচ্ছেন। শুধু ক্রিকেট কেন, কোনো খেলায় খেলা উচিত নয় পাকিস্তানের সঙ্গে।

উল্লেখ্য, পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার জেরে সিসিআই ঢেকে দিয়েছে ইমরান খানের ছবি। পাঞ্জাব ক্রিকেট সংস্থা (পিসিএ) সরিয়ে দিয়েছে মোহালি স্টেডিয়ামে থাকা ১৫ পাক ক্রিকেটারের ছবি।