পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা: সাতসকালে ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিল সিবিআই
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার রবিবার সাতসকালে কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিলো সিবিআই। রবিবার ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। বাইরে পুরো বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফিরহাদের অনুগামীরা বাড়ির বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এছাড়া কেন্দ্রীয় সরকার-বিরোধী স্লোগান দিচ্ছেন তারা। তাদের দাবি, ‘এটা বিজেপির কাজ। বাইরে থেকে কাগজ ঢুকিয়ে ফিরহাদ হাকিমকে কুলষিত করা হচ্ছে।’
জানা গেছে, ফিরহাদ হাকিম এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন। তার নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢুকতে বাঁধা দেয় সিআরপিএফ জওয়ানরা। কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। ফিরহাদ হাকিমের মেয়েকেও বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
সূত্রের খবর, ফিরহাদকে পুর নিয়োগ দুর্নীতি মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। তল্লাশিও হতে পারে।