অসম বিধানসভায় নমাজের জন্য ২ ঘন্টার বিরতি বাতিল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বড় সিদ্ধান্ত বিজেপি শাসিত অসমের। এখন থেকে অসম বিধানসভায় শুক্রবার জুম্মার নমাজের জন্য দুই ঘণ্টার বিরতি আর থাকবে না। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই নিয়ম বাতিল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
এ প্রসঙ্গে হিমন্ত বিশ্বশর্মা জানান, ‘ঔপনিবেশিক আমলের অভ্যাসের বদল ঘটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত রাজ্যের বিধানসভার মুসলিম বিধায়ক ও কর্মীরা জুম্মাবার তথা শুক্রবার বেলা ১২টা থেকে দুপুর দুটো পর্যন্ত নমাজ পড়ার জন্য বিরতি পেতেন। এবার থেকে তারা আর বিরতি পাবেন না। ২ ঘন্টার জুম্মা বিরতি বাতিল করে অসম বিধানসভায় উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী অধিবেশন থেকেই নয়া এই নিয়ম কার্যকর করা হবে।’
উল্লেখ্য, ১৯৩৭ সালে মুসলিম লীগের সৈয়দ সাদুল্লা এই নিয়ম চালু করেছিলেন।