Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

আতঙ্কে বাংলাদেশের হিন্দুরা, জোরপূর্বক হিন্দু ৪৯ শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হলো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে অরাজকতা অব্যাহত। ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নেমে এসেছে সীমাহীন নির্যাতন। রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন হিন্দুরা। এর মধ্যেই এবার হিন্দু ৪৯ শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তাঁদের মধ্যে ১৯ জনকে সপদে বহাল করা সম্ভব হয়েছে। শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের তরফে। 

চাঁদপুরের ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস বলেন, তাঁকে পদত্যাগ করার জন্য নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। কোনওরকমে পালিয়ে বেঁচেছেন তিনি ও তাঁর পরিবার। এরপর পরিবারের লোকজন বাড়িতে ফিরলেও তিনি এখনও ফিরতে পারেননি। কলেজেও যেতে পারছেন না তিনি। লাগাতার হুমকি দেওয়া হচ্ছে তাকে।