জ্ঞানব্যাপী মসজিদে চালানো বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট জমা দিলো ASI
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বারাণসী আদালতে জ্ঞানব্যাপী মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট জমা দিলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)। মুখ বন্ধ খামে সোমবার এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
এই রিপোর্ট মামলার দিক নির্দেশ করবে। আদালত সূত্রে জানা গেছে, মন্দির, মসজিদ বিতর্কে মামলার আবেদনকারীরা বৈজ্ঞানিক সমীক্ষা রিপোর্টের প্রতিলিপি পাবেন। ২১ ডিসেম্বর একটি প্রতিলিপি পাঠানো হবে সুপ্রিম কোর্টকেও।
হিন্দুপক্ষের আইনজীবী মদনমোহন যাদব বলেন, ‘বারাণসী আদালতে বৈজ্ঞানিক রিপোর্ট জমা দিয়েছে এএসআই। মামলার দ্রুত নিষ্পত্তি চাইছে উভয়পক্ষ।’
উল্লেখ্য, গত ২১ জুলাই বারাণসী জেলা আদালত জানায়, মসজিদের ওজুখানায় থাকা শিব লিঙ্গ বাদে বাকি অংশের বৈজ্ঞানিক সমীক্ষা করবে ASI। সেই নির্দেশ অনুযায়ী ২ দিন পর থেকে শুরু হয় সমীক্ষা শুরু করে ASI।
এদিকে, মথুরার শাহি ইদগাহ মসজিদ মামলাতেও সমীক্ষা করার পক্ষেই সায় দিয়েছে আদালত। কৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন জায়গা শ্রীকৃষ্ণের আসল জন্মস্থান বলে দাবি করেছে বেশকয়েকটি হিন্দু সংগঠন।