Thursday, December 12, 2024
দেশ

আল্লা হারাবেন নরেন্দ্র মোদীকে: ওয়াইসি

হায়দরাবাদ: অল ইন্ডিয়া মজলিশ ই ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাউদ্দিন ওয়াইসি দাবি করেছেন, তেলেঙ্গানা নির্বাচনে বিজেপি, কংগ্রেস বা টিআরএস জোট করলেও তাদের হারাতে পারবে না। কারণ তাদের সাথে আল্লা রয়েছে। তিনি বলেছেন, নরেন্দ্র মোদীর বিজেপি বা রাহুল গান্ধীর কংগ্রেস কেউই তাঁর দলের কাছে দাঁড়াতে পারবেন না। কারণ আল্লাহের প্রতি তাঁদের আস্থা আছে। তিনিই হারাবেন মোদী-রাহুলকে।

শনিবার তেলেঙ্গানার এক জনসভা থেকে ওয়াইসি দাবি করেন, আল্লার কাছে হারতে হবে তথাকথিত বড় দলগুলিকে। তাঁর বিশ্বাস আল্লাহ যেহেতু তাঁর সঙ্গে রয়েছেন তাই তাঁর দলকে কেউই হারাতে পারবে না। বিপুল ভোটে জিতবেন তাঁরা। এদিন খৈরাতাবাদের মকতা এলাকায় একটি পদযাত্রাও করেন তিনি।

এআইএমআইএম প্রধান দাবি করেছেন, তেলেঙ্গানাই একমাত্র মুসলিমদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। তেলেঙ্গানায় মুসলিম এবং দলিত সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করছেন। এই শান্তির পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেটা সুনিশ্চিত করতে হবে। কারণ আল্লাহই পারবেন মোদীর বিজেপি, রাহুল গান্ধীর দল কংগ্রেসকে হারাতে। আল্লাহ তাঁদের সঙ্গে নেই, রয়েছেন এআইএমআইএমের সঙ্গে। তাই তাঁদের জয় কেউ রুখতে পারবে না বলেও দাবি করেন ওয়াইসি।

পাশাপাশি এদিনের জনসভা থেকে ওয়াইসি তীব্র সমালোচনা করেন কংগ্রেস ও তেলুগু দেশম পার্টির জোটের। তিনি বলেন, এটা কোনও ‘মহাকুটুম্বি’ নয়। এটা ২০১৮ সালের ইস্ট ইণ্ডিয়া কোম্পানি। স্বার্থের জন্য দুটো দল এক সঙ্গে হয়ে জোট করছে বলেও সমালোচনা করেন এআইএমআইএম প্রধান।