চিকিত্সা শেষে দেশে ফিরলেন অরুণ জেটলি
নয়াদিল্লি: আমেরিকায় চিকিৎসার পর দেশে ফিরলেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। টুইট করে দেশে ফেরার কথা জানান তিনি। দেশে ফেরার উচ্ছ্বাস ধরা পড়ে জেটলির টুইটে। তিনি বলেন, ‘Delighted to be back home.’
গুরুতর শারীরিক অসুস্থতার জন্য লোকসভা ভোটের আগে এনডিএ সরকারের শেষ বাজেটে উপস্থিত থাকতে পারেননি তিনি। তাঁকে বিশ্রাম দিতে সাময়িক ভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দায়িত্ব রেলমন্ত্রী পীয়ূষ গয়ালকে দেওয়া হয়।
Delighted to be back home.
— Arun Jaitley (@arunjaitley) 9 February 2019
তবে অসুস্থতা নিয়েও অবশ্য সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় ছিলেন জেটলি। টুইটার ও ফেসবুকে নিয়মিত পোস্ট করেছেন তিনি। বিদেশে বসেই দেশের সাধারণ মানুষের সমস্ত প্রশ্নের উত্তর দিতেন তিনি সোশ্যাল মিডিয়া মারফত।
গত মাসেই আমেরিকা পাড়ি দিয়েছিলেন ৬৬ বছর বয়সী অরুণ জেটলি। গত বছর মে মাসে দিল্লির এইমসে কিডনি প্রতিস্থাপন হয় তাঁর।