Thursday, December 5, 2024
দেশ

প্রিয়াঙ্কার পোশাক নিয়ে আক্রমণ বিজেপি সাংসদের

নয়াদিল্লি: ফের বিজেপির নিশানায় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ফের তাঁকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের বস্তি লোকসভা কেন্দ্রের সাংসদ হরিশ দ্বিবেদী। প্রিয়াঙ্কার পোশাক নিয়ে আক্রমণে করলেন হরিশ দ্বিবেদী।

একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসে বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদী সংবাদমাধ্যমকে বলেন, রাহুল গান্ধী ব্যর্থ মানে প্রিয়াঙ্কাও ব্যর্থ। প্রিয়াঙ্কা যখন দিল্লিতে থাকেন তখন জিনস-টপ পরে থাকেন, আর এখানে এলেই শাড়ি ও সিঁদুর লাগিয়ে আসেন।

বিজেপি সাংসদের এই বক্তব্যে শুরু হয়েছে সমালোচনা। রাজনৈতিক পথে আক্রমণের পথ থেকে সরে এসে কেন কারও ব্যক্তিগত বিষয় নিয়ে সাংসদ বলবেন ? তাও আবার পোশাক নিয়েই নিন্দা করেছেন। যদিও বিজেপি নেতৃত্ব এখনও এ বিষয়ে মুখ খোলেননি।