‘বিশ্বের ‘গ্রোথ ইঞ্জিন’ হয়ে উঠবে ভারত, বিশ্বব্যাপী মন্দার বাজারেও দ্রুত গতিতে আর্থিক বৃদ্ধি হচ্ছে ভারতের’, ব্রিকস সম্মেলনে মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ব্রিকস সম্মেলন উপলক্ষে দক্ষিণ আফ্রিকাতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস সম্মেলনে মোদী বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বিশ্বের সবথেকে বড় অর্থনীতির দেশগুলির মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে আর্থিক বৃদ্ধি হচ্ছে ভারতে। শীঘ্রই পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ভারত। আগামীতে বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির ইঞ্জিন (গ্রোথ ইঞ্জিন) হয়ে উঠবে ভারত।’
ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা। করোনার জেরে গত ২ বছর ভার্চুয়ালি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবার জোহানেসবার্গে মুখোমুখি বৈঠক হচ্ছে।
মোদী বলেন, করোনা মহামারী, যুদ্ধ ও সংঘাতের জেরে বিশ্বের অর্থনীতি ধুঁকছে, এই পরিস্থিতিতে ব্রিকসের গোষ্ঠীভুক্ত দেশগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
মোদী বলেন, ‘আগামীদিনে বিশ্বের আর্থিক বৃদ্ধির ইঞ্জিন (গ্রোথ ইঞ্জিন) হয়ে উঠবে ভারত। ভারতের উন্নতির যাত্রায় সামিল হতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। লাল ফিতের ফাঁস সরিয়ে দিয়ে আপনাদের জন্য লাল কার্পেট বিছিয়ে দিয়েছে ভারত।’