Monday, May 27, 2024
দেশ

হিমাচল প্রদেশে তুষার ধসে শহিদ এক জওয়ান, বরফের নীচে আটকে আরও ৫

‎সিমলা: হিমাচল প্রদেশে তুষারপাতে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন এক সেনা জওয়ান। এখনও পাঁচজন জওয়ান বরফের নীচে চাপা পড়ে রয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার নামগিয়া অঞ্চলের ডোগরি নালা এলাকায়।

জানা গেছে, হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার নামগিয়া-ডোগরি এলাকায় টহল দিচ্ছিলেন আইটিবিপি ও সেনাদের একটি দল। দলটিতে ৪ জন আইটিবিপি ও ৬ জন সেনা জওয়ান ছিলেন। সেই সময়েই আচমকা তুষার ধস নামে ওই এলাকায়।

তুষার ধসের খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে প্রশাসন। প্রায় ১৫০ জন সেনা-আইটিবিপি জওয়ান উদ্ধারকার্যে নেমেছেন। এখনও পর্যন্ত ৪ জন আইটিবিপি জওয়ানকে উদ্ধার করা হয়েছে। এক সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৫ সেনা জওয়ান নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে গোটা এলাকায় তল্লাশি চলছে।

সেনা সূত্রে খবর, এতক্ষণ চাপা পড়ে থাকার পর তাঁদের বেঁচে থাকার আশা নেই বললেই চলে। সেনা সূত্রে খবর, এই অঞ্চলে আগে কোনওদিন তুষার ধসের ঘটনা ঘটেনি। তাই হয়তো প্রস্তুত ছিলেন না সেনা জওয়ানরা। আর তাই নিজেদের বাঁচাতে পারেননি তুষার ধসের হাত থেকে।