Thursday, December 12, 2024
দেশ

মোদীর প্রশংসায় পঞ্চমুখ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে

মুম্বাই: লোকসভা নির্বাচনের আগে সম্প্রতি মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে আসন সমঝোতা করেছে বিজেপি। মহারাষ্ট্রে ২৫টি আসনে লড়বে বিজেপি এবং শিবসেনা লড়বে ২৩টি আসনে। কিছুদিন আগে পর্যন্ত যে মোদীকে উঠতে বসতে তোপের আগুনে বিদ্ধ করত শিবসেনা, বিজেপির সঙ্গে জোট করেই মোদীর প্রশংসায় পঞ্চমুখ শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে।

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী পরিণত হচ্ছেন, একথা মেনে নিয়ে শিবসেনা প্রধান বলেন, ২০১৪ সালের লোকসভা ভোটের পর থেকে কংগ্রেস সভাপতির উন্নতি হয়েছে ঠিকই, তবে তা কোনও ভাবেই মোদীর নেতৃত্বের সঙ্গে তুলনীয় নয়। মোদীর ধারেকাছে নন তাঁরা।

লোকসভা ভোটে শিবসেনা-বিজেপির আসন ভাগাভাগি নিয়েও সমালোচকদের একহাত করে নিয়ে উদ্ভব ঠাকরে বলেন, এই জোট নিয়ে মানুষের থেকেও বেশি মাথা ব্যথা ছিল বিরোধীদের। এবার তাঁদের গায়ে জ্বালা ধরবে। শিবসেনা প্রধানের কথায়, এই জোট কোনও রাজনৈতক ফায়দা তোলার জন্য তৈরি হয়নি। মহারাষ্ট্রের মানুষের কথা ভেবেই ফের বন্ধুত্ব হয়েছে দুই শরিকের।

শিবসেনা প্রধান বলেন, মোদীকে হারাতে যদি নীতির উর্ধ্বে গিয়ে মহাজোট করতে পারে কংগ্রেস, তাহলে বিজেপি আর সেনায় আসন সমঝোতাতেও কোনও দোষ নেই।