Thursday, November 7, 2024
রাজ্য​

৫০ জন কাউন্সিলার সহ বিজেপিতে যোগ দিচ্ছেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং

নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার বেলা ১২.৩০ মিনিটের পর দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং।

আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়তে চেয়েছিলেন অর্জুন সিং। কিন্তু তার বদলে বর্তমান সাংসদ দীনেশ ত্রিবেদীকেই ফের টিকিট দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে ডেকে গতকালই অর্জুন সিংকে নবান্নে ডেকে বোঝানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ব্যারাকপুর থেকে ভোটে লড়তে উদগ্রীব অর্জুন বিজেপির সঙ্গেই হাত মেলাচ্ছেন।

বিজেপি সূত্রে খবর, ভাটপাড়ার পুরসভার আঠাশ জন কাউন্সিলর, হালিশহর পুরসভার এগারো জন কাউন্সিলর, নৈহাটির ছ’জন কাউন্সিলর এবং পানিহাটি পুরসভার একজন কাউন্সিলর অর্জুনের সঙ্গে বিজেপিতে যোগদান করবেন।

অপরদিকে সূত্রের খবর, বৈশাখীর সঙ্গে বিজেপি নেতৃত্বের কথা প্রায় চূড়ান্ত। শোভনকে ছাড়াই এদিন তিনি আগে বিজেপিতে চলে যাবেন বলে মনে করছেন অনেকে। তাঁকে ডায়মন্ডহারবার থেকে ভোটে দাঁড় করানোর প্রস্তাব দিয়েছে বিজেপি।

বিজেপি সূত্রে খবর, ব্যারাকপুরেই দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী হতে চলেছেন অর্জুন সিং।