কলকাতার নতুন পুলিশ কমিশনার অনুজ শর্মা
কলকাতা: কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরতে হল রাজীব কুমারকে। তাঁর জায়গায় নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব পেলেন অনুজ শর্মা। রাজীব কুমারকে পাঠানো হয়েছে রাজ্য গোয়েন্দা দফতরে।
সূত্রের খবর, রাজ্যের ইন্টেলিজেন্স ব্যুরোর এডিজি পদে যাচ্ছেন রাজীব কুমার। রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন অনুজ শর্মা। তিনি IPG আইন-শৃঙ্খলা এবং IG কোস্টাল সিকিউরিটির দায়িত্বে ছিলেন।
অন্যদিকে সিদ্ধিনাথ গুপ্তা ADG আইন-শৃঙ্খলা হয়েছেন। এছাড়াও হাওড়ার পুলিশ কমিশনার হলেন বিশাল গর্গ এবং বারুইপুর পুলিশ জেলার নতুন পুলিশ সুপার হলেন রশিদ মুনির খান।
সিবিআই জেরার পর থেকেই রাজীব কুমারকে তাঁর পদ থেকে সরানো হবে, এমন জল্পনা শুরু হয়েছিল। অবশেষে, সেই জল্পনাই সত্যি হল। যদিও এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।