‘পাকিস্তান জিন্দাবাদ’ বলায় ছেলেকে জুতোপেটা করল বাবা
বীরভূম: পুলওয়ামায় CRPF কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার বিরুদ্ধে সরব হয়েছে দেশবাসী। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে গোটা দেশ জুড়ে। এরই মাঝে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে বিতর্ক ছড়াচ্ছে। বীরভূমের এক কিশোরের তেমনই এক হোয়াটসঅ্যাপ মেসেজ ঘিরে বিতর্ক ছড়ায়। পরে স্থানীয়দের সামনে ওই কিশোরকে জুতোপেটা করেন তার বাবা।
জানা গেছে, অভিযুক্ত ওই কিশোরের বাড়ি রামপুরহাটের নিশ্চিন্তপুরে। তার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক। ওই কিশোর বন্ধুকে হোয়াটসঅ্যাপে “পাকিস্তান জিন্দাবাদ” লিখে পাঠায়। হোয়াটসঅ্যাপে মেসেজে দেশবিরোধী মন্তব্য করেও বলে অভিযোগ। কিশোরের বন্ধু সেই চ্যাটের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করে দেয়। খুব কম সময়ের মধ্যে সেই পোস্ট ছড়িয়ে পড়ে।
এরপরই বাড়িতে একাধিক ফোন আসতে শুরু করে। ১৬ ফেব্রুয়ারি অভিযুক্তকে রামপুরহাটের মুক্তমঞ্চের সামনে তাকে এবং তার বাবাকেও ডাকা হয়। সবার সামনে কিশোরের বাবা তাকে জুতো দিয়ে পেটান। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, পুলওয়ামা হামলার জবাবে কাশ্মীরের পিংলান গ্রামে স্থানীয়দের বাড়ি ঘেরাও করে টানা ১৭ ঘণ্টার এনকাউন্টার শুরু করে ভারতীয় সেনা। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত জইশ-ই-মহম্মদের শীর্ষ নেতা কামরান এবং আরও দুই জঙ্গি।