ইন্ডাস্ট্রির একদল মানুষ কার্তিকের কেরিয়ার নষ্ট করার চেষ্টা করছে: অনুভব সিনহা
মুম্বাই: বলিউডে স্বজনপোষণের অভিযোগ নতুন নয়। সুসান সিং রাজপুতের মৃত্যুর পর বিষয়টি ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। এবার করণ জোহরের ‘দোস্তানা ২’, ‘ফ্রেডি’ ছবি থেকে বাদ পড়ে যাওয়ার পরে আলোচনায় উঠে এলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। শাহরুখ খান, আনন্দ এল রাইয়ের ছবি থেকেও বাদ পড়েছেন কার্তিক। এবার এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক অনুভব সিনহা (Anubhav Sinha)।
অনুভব সিনহা বলেন, আমার মনে হচ্ছে ইন্ডাস্ট্রির একদল মানুষ হাত মিলিয়েছেন কার্তিকের কেরিয়ার নষ্ট করার জন্যে। এমনটা ইন্ডাস্ট্রিতে হামেশাই হয়ে থাকে। প্রায় প্রযোজক অভিনেতা পাল্টে ফেলেন অথবা কোনও অভিনেতাকে মাঝপথে ছবির কাজ থেকে সরিয়ে দেন। কার্তিকের ক্ষেত্রে যা হচ্ছে তা খুবই নিন্দনীয়। তবে ও এই বিষয়ে মন্তব্য না করে নিজের ম্যাচিওরিটির পরিচয় দিয়েছে। এর জন্যে ওকে আমি সম্মান করি।
শোনা যাচ্ছে, অনুভব সিনহার আগামী ছবি থেকেও বাদ পড়েছেন কার্তিক। তাঁর বদলে নাকি নেওয়া হয়েছে আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana)। তবে এই দাবি খারিজ করে দিয়েছেন অনুভব সিনহা নিজেই। তিনি জানান, এখনও ছবি নিয়ে কথাবার্তা চলছে তাঁদের। কার্তিককে আগামীদিনে দেখা যাবে ধামাকা ছবিতে। এছাড়াও রয়েছে কিয়ারা আডবাণীর (Kiara Advani) সঙ্গে Anees Bazmee-র Bhool Bhulaiyaa।
উল্লেখ্য, আনন্দের নতুন ছবিতে কার্তিকের অভিনয় নিয়ে নির্মাতাদের চূড়ান্ত পর্যায়ের কথাবার্তা হয়ে গিয়েছিল। শুধু চুক্তির অপেক্ষা ছিল। কিন্তু তার আগেই কার্তিকের নাম বাদ পড়ে গিয়েছে ছবি থেকে। কি কারণে কার্তিকের নাম বাদ তা জানা যায়নি। কার্তিকের ক্ষেত্রে বর্তমানে বলিউডে যা হচ্ছে তা নিয়ে মুখ খুলেছেন একাধিক অভিনেতা-অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় প্রায় দিনই ট্রেন্ড করছে কার্তিকের সমর্থনে হ্যাশট্যাগ।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

