পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বিতাড়িত করবেন না, আবেদন অ্যাঞ্জেলিনা জলির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইসরাইল প্যালেস্টাইল ইস্যুতে উত্তাল গোটা বিশ্ব। কিছু কিছু মানুষ প্যালেস্টাইনের সমর্থনে মিছিল করছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সরকার সেদেশ থেকে আফগান শরণার্থীদের বিতাড়িত করছে। এবার আফগান শরণার্থীদের পাকিস্তান থেকে না তাড়ানোর আবেদন জানালেন অ্যাঞ্জেলিনা জলি।
অ্যাঞ্জেলিনা জলি তার ইনেস্টাগ্রাম পোস্টে আফগান শরণার্থীদের দুর্দশার কথা বর্ণনা করেছেন। পাশাপাশি পাকিস্তান যাতে কোনওভাবে তাদের দেশ থেকে বিতাড়িত করে আফগান শরণার্থীদের আরও অন্ধকারের মুখে ঠেলে না দেয়, সে বিষয়ে মত প্রকাশ করেছেন তিনি।
হলিউড অভিনেত্রীর বলেছেন, আফগান শরণার্থীরা বিশেষ করে মহিলারা আফগানিস্তানে গিয়ে কী করবেন? তাই কোনওভাবে যাতে আফগান শরণার্থীদের নতুন করে অন্ধকারের দিকে ঠেলে না দেওয়া হয়।
View this post on Instagram
উল্লেখ্য, তালিবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে আফগান মহিলাদের উপর একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে। রীতিমতো ঘরবন্দী করে রাখা হয়েছে মহিলাদের।