উচ্চতায় ‘স্ট্যাচু অফ ইউনিটি’কে ছাপিয়ে যাবে অন্ধ্রপ্রদেশে নতুন বিধানসভা ভবন
অমরাবতী: বিশ্বের সবচেয়ে উঁচু সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি ‘স্ট্যাচু অব ইউনিটি’ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীতে ভারতের ‘লৌহ মানব’-এর উচ্চতম মূর্তিটি উদ্বোধন করেন মোদী। সর্দার বল্লভভাই প্যাটেল ১৯৪৭ সালে ভারত স্বাধীনের পর দেশটিকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
‘স্ট্যাচু অব ইউনিটি’ উন্মোচনের পর থেকেই কে মাথা কত উঁচুতে তুলতে পারে, তার জন্য লড়াই চরমে। মহারাষ্ট্র চাইছে, মোদীর গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটিকে ছাপিয়ে যাক শিবাজির মূর্তি। আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামের মূর্তি তৈরি হওয়ার ঘোষণা করে দিয়েছেন। ২০১৯ সালের মার্চে বিশ্বের উচ্চতম শিবমূর্তি উন্মোচনের কথাও শোনা যাচ্ছে।
তবে এইসব বিতর্ক ছাপিয়ে গেলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি আস্ত একটা ভবন তৈরির ঘোষণা করলেন, যেটা কিনা প্যাটেলের ১৮২ মিটার মূর্তির থেকেও ৬৮ মিটার উঁচু হবে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে তৈরি হবে সেই ভবন। এটিই হবে অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভবন। ডিজাইনও তৈরি করে ফেলা হয়েছে, যাতে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন চন্দ্রবাবু নাইডু।
অন্ধ্রপ্রদেশের পুরমন্ত্রী পি নারায়ণ জানিয়েছেন, তিনতলা বিল্ডিং-এর মাথায় থাকবে লম্বা টাওয়ার। ভবনের মোট উচ্চতা হয়ে ২৫০ মিটার। ঠিক ওল্টানো লিলি ফুলের মত দেখতে হবে ওই বিল্ডিং।