Monday, May 27, 2024
দেশ

দুই ঘণ্টায় ৯ বার ভূমিকম্প, আতঙ্কে বাড়ি ছাড়া আন্দামানবাসী

কার নিকোবর: দুই ঘণ্টায় ৯ বার ভূমিকম্প অনুভূত হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তবে কম্পনের তীব্রতা ছিল মাঝারি। রিখটার স্কেলে ৪.৭ থেকে ৫.২-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল এর তীব্রতা। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

ভোর ৫টা ১৪ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিলো ৪.৯। এরপর একে একে আরও আটটি ভূকম্পন অনুভূত হয় ওই দ্বীপপুঞ্জে। প্রথম ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই দ্বিতীয় বার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এ কম্পনের মাত্র ছিল ৫।

সবমিলিয়ে মোট ন’বার ভূমিকম্প হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। শেষ কম্পন অনুভূত হয়েছে স্থানীয় সময় সকাল ৬টা ৫৪ মিনিটে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.২। তবে এতবার ভূমিকম্প হলেও সেখানে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

ঘন ঘন কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন দ্বীপের বাসিন্দারা। যদিও আন্দামানে ভূমিকম্প নতুন কোনও ঘটনা নয়। তবে পর পর এতোবার কম্পনের ঘটনা এর আগে কখনও ঘটেনি।