‘উন্নয়ন নয়, রাজ্যজুড়ে মদের দোকান খুলে, মানুষকে বোকা বানাচ্ছেন মমতা’
কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকায় মদের দোকানের ওপর সাঁড়াশি অভিযান চলছে। নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত কয়েকশো মদের দোকান বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন।
এ প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপি নেত্রী ও রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর অভিযোগ, উন্নয়ন নয়, পশ্চিমবঙ্গ জুড়ে মদের দোকান খুলে, মানুষকে বোকা বানিয়ে কেন্দ্রের দেনা মেটানোর চেষ্টা করছে তৃণমূল সরকার।
রূপা গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্যের কোষাগার ভরাতে মদের দোকান খোলার অনুমতি দিচ্ছে রাজ্য সরকার। জল খাইয়েই ভোটের বৈতরণী পাড় করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মানুষ এইসব মেনে নেবেন না। তারা পরিবর্তন চান। ফলে এবার বিজেপি প্রার্থীই জিতবে।
তবে রূপা গঙ্গোপাধ্যায়ের এই অভিযোগ উড়িয়ে দেন জলপাইগুড়ি তৃণমুল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। তিনি বলেন, প্রচারেও কথা বলার সময় রূপা গঙ্গোপাধ্যায় অসুস্থ ছিলেন। এটা বাংলার সংস্কৃতি নয়। তিনি যেমন, তার ব্যাখ্যাও তেমন।