কর ফাঁকি মামলায় বিচ্ছিন্নতাবাদী নেতা গিলানির ফ্ল্যাট বাজেয়াপ্ত করল আয়কর দফতর
নয়াদিল্লি: ৩ কোটি ৬২ লাখ টাকা কর ফাঁকি মামলায় কাশ্মীরের পাকিস্তানপন্থী কট্টর বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির দক্ষিণ দিল্লির মালব্য নগর এলাকার ফ্ল্যাট বাজেয়াপ্ত করল আয়কর দফতর।
আয়কর শাখার ট্যাক্স রিকভারি অফিসার (টিআরও) কর ফাঁকি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় গিলানির ফ্ল্যাটটি সিল করে দিয়েছে।
#Delhi: Office of the Tax Recovery Officer attaches Kashmiri Separatist Syed Ali Shah Geelani’s Khirki Extension, Malviya Nagar property. Prohibits him from transferring the property as he has failed to pay Rs 3,62,62,160. (file pic) pic.twitter.com/wVbUXWUDn8
— ANI (@ANI) 1 April 2019
আয়করের নথি অনুসারে, ১৯৯৬-৯৭ থেকে ২০০১-০২ অর্থবর্ষ পর্যন্ত ৩ কোটি ৬২ লাখ ৬২ হাজার ১৬০ টাকা কর দেননি গিলানি।
আয়কর দফতর আয়কর আইনের ২২২ ধারায় (কর খেলাপ) গিলানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, ওই সম্পত্তির হস্তান্তর নিষিদ্ধ করেছে, তাঁকে হস্তান্তর থেকে বিরত থাকতে বলা হয়েছে।