Friday, April 19, 2024
দেশ

জানুয়ারিতে রাজ্যে আসছেন অমিত শাহ, বক্তব্য রাখবেন বাংলায়

কলকাতা: বাংলা শিখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বাংলা শেখার জন্য দিনে ২০ মিনিট সময় বের করে নিচ্ছেন।

বিজেপি সূত্রে খবর, জানুযারি মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে আসছেন অমিত শাহ। তিনি এবার রাজ্য নেতাদের বাংলায় বক্তব্য রেখে চমকে দিতে পারেন। কিন্তু, তিনি কেন হঠাৎ বাংলায় বক্তব্য রাখার কথা ভাবছেন? রাজ্যের বেশিরভাগ নেতা, কর্মী, সমর্থক বাংলায় দক্ষ। সাংগঠনিক বক্তব্য হিন্দিতে দেওয়ায় অনেকেরই বুঝতে অসুবিধা হয়। তাই এবার অমিত শাহ বাংলায় বক্তৃতা দিয়ে সবাইকে চমকে দিতে পারেন।

জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও বিজেপির কেন্দ্রীয় নেতা বিধান করের কাছ থেকে বাংলা শিখছেন অমিত শাহ। যখনই সময় পাচ্ছেন, বাংলায় কথা বলার চেষ্টা করছেন।

বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “অমিত শাহ বাংলা বুঝতে পারেন। আর তিনি বাংলাতে আমাদের সঙ্গে কথাও বলেন। এবার যদি বাংলায় বক্তব্য রাখেন তাহলে সেটা সত্যিই চমক হতে চলেছে। এই চমকের অপেক্ষায় আছি।”