Thursday, December 5, 2024
দেশ

কাশ্মীরে পাঠানো হল ১০০ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স

নয়াদিল্লি: বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের গ্রেফতারের পর উপত্যকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে তড়িঘড়ি অতিরিক্ত ১০০ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স পাঠানো হল। শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জরুরী নোটিশের পরপরই ১০০ কোম্পানি আধা সামরিক সেনাকে বিমানে করে নিয়ে যাওয়া হয় শ্রীনগরে।

পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পর জম্মু-কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কেন্দ্র ও নিরাপত্তা বাহিনীর যৌথ উদ্যোগে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে বিচ্ছিন্নতাবাদী নেতাদের ধরপাকড়।

রাতভর অভিযানে একাধিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জামাত-ই-ইসলামি চিফ আব্দুল হামিদ ফায়াজ, অ্যাডভোকেট জাহিদ আলি, গুলাম কাদের লোন, আব্দুর রউফ, মুদাসির আহমেদ, আব্দুল সালাম, বক্তোয়ার মহম্মদ, মহম্মদ হায়াত, বিলাল আহমেদ, গুলাম মহম্মদ দার।

বিচ্ছিন্নতাবাদীদের উপর থেকে নিরাপত্তা সরিয়ে নেওয়ার পরই এই বিশাল সংখ্যক প্যারামিলিটারি মোতায়েন করা হল জম্মু-কাশ্মীরে। আগামিদিনে উপত্যকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না হয়, তার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র।