Sunday, December 3, 2023
দেশ

ভারত থেকে চুরি যাওয়া ১০০-র বেশি প্রাচীন মূর্তি ফেরত দিচ্ছে আমেরিকা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৩ দিনের আমেরিকা সফরের শেষ দিনে বড় সুখবর। মোদীর হাত ধরে দেশে ফিরছে ভারত থেকে চুরি যাওয়া ১০০ এরও বেশি প্রাচীন মূর্তি। শুক্রবার মার্কিন সফর শেষের আগে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

মোদী জানিয়েছেন, ‘ভারত থেকে চুরি যাওয়া ১০০-র বেশি প্রাচীন সংস্কৃতির পুরাকীর্তি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার।’


এই খবরে খুবই খুশি মোদীও। তিনি জানান, ‘আমি অত্যন্ত খুশি যে ভারত থেকে চুরি যাওয়া ১০০ টিরও বেশি প্রাচীন মূর্তি মার্কিন সরকার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বহু বছর আগে মহামূল্যবান এইসমস্ত প্রাচীন সম্পদ ভারত থেকে চুরি যাওয়ার পরে তা আন্তর্জাতিক বাজারে ঘোরাফেরা করেছে। মার্কিন সরকারের এই সিদ্ধান্তের জন্যে আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এহেন পদক্ষেপ ভারত ও আমেরিকার সম্পর্ক আরও দৃঢ় করবে।’