Sunday, April 28, 2024
দেশ

জ্ঞানবাপীর পর এবার মথুরার শাহী ঈদগা মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিল আদালত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বারাণসীর জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Masjid) পর এবার মথুরার শাহী ঈদগা মসজিদ (Shahi Idgah Masjid) চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিল আদালত। বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিয়েছে। 

পাশাপাশি, শাহী ঈদগা মসজিদ চত্বরে সমীক্ষার বিষয়টি খতিয়ে দেখার জন্য একজন অ্যাডভোকেট কমিশনারকে নিযুক্ত করা হয়েছে। সমীক্ষার জন্য আইনজীবীদের কমিশনের পদ্ধতিগুলির বিষয়ে ১৮ ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হবে।


এপ্রসঙ্গে হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেন, “অ্যাডভোকেট কমিশনারের নেতৃত্বে শাহী ঈদগা মসজিদ চত্বরে সমীক্ষার দাবি জানিয়ে আদালতে আবেদন জানিয়েছিলাম। এলাহাবাদ হাইকোর্ট সেই আবেদনে সম্মতি দিয়েছে। সমীক্ষার পদ্ধতিগুলির বিষয়ে ১৮ ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে শাহী ঈদগা মসজিদ পক্ষের আইনজীবীর সওয়াল খন্ডন করেছে আদালত। আমার দাবি ছিল শাহী ঈদগা মসজিদে হিন্দু মন্দিরের প্রচুর চিহ্ন ও প্রতীক রয়েছে। তাই সঠিক বিষয়টি জানার জন্য একজন অ্যাডভোকেট কমিশনারের নেতৃত্বে সমীক্ষার আবেদন করেছিলাম। এই বিষয়ে আদালত যুগান্তকারী রায় দিয়েছে।”